সংবাদদাতা,পূর্ববর্ধমান:- আশাকর্মী ও অঙ্গনওয়ারি কর্মীদের উপর আবাস যোজনার সার্ভের কাজ চাপানো ও সেই কাজকে ভিত্তি করে আশাকর্মী ও অঙ্গনওয়ারি কর্মীদের উপর হামলা ও হেনস্থার প্রতিবাদে বিক্ষোভে সামিল হল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন।
মঙ্গলবার বর্ধমান স্টেশন থেকে মিছিল সহকারে এসে কার্জনগেট চত্ত্বরে বিক্ষোভ দেখায় তারা। তাদের অভিযোগ, আবাস যোজনার সার্ভে করতে গিয়ে তাদের নানান ভাবে হুমকির মুখে পরতে হচ্ছে। আশাকর্মীরা মূলত গ্রামের মা ও শিশুদের নিয়ে কাজ করে। আবাস যোজনার সার্ভের কাজ করতে গিয়ে তাদের সাথে এলাকার মানুষজনের সুসম্পর্ক নষ্ট হচ্ছে বলে দাবী করেন তারা।
একই সাথে প্রতিনিয়ত তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান আশাকর্মীরা। তারা এই সার্ভের সাথে যুক্ত থাকতে চান না এই দাবী জানিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন আশাওকর্মীরা।