সংবাদদাতা,দুর্গাপুর:- দুর্গাপুরের অমরাবতী সিআরপিএফ ক্যাম্পের পক্ষ থেকে মঙ্গলবার সকাল আটটার সময় হাফ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। আজাদী কা অমৃত মহোৎসবে ভারত সরকার গৃহ মন্ত্রণালয় ও সিআরপিএফের মহা নির্দেশালয় পশ্চিমবঙ্গ সেক্টর এর পক্ষ থেকে হাফ ম্যারাথন দৌড়ের নির্দেশ আসে।সেই নির্দেশ মতো এদিন
দুর্গাপুর অমরাবতী সিআরপিএফের পক্ষ থেকে হাফ ম্যারাথন দৌড় আয়োজন করে। সাড়ে চারশোর বেশি জন প্রতিযোগী এই হাফ ম্যারাথন অংশগ্রহণ করে। এই ম্যারাথনে ৬০ জন মহিলা অংশগ্রহণ করে। দুর্গাপুর অমরাবতী সিআরপিএফ গাউন্ড এর মধ্যেই এই হাফ ম্যারাথন দৌড় করা হয়।