তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক লরি চালক কে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত চালকের নাম অমিত কুমার। ধৃতের বাড়ি উত্তরাখন্ড রাজ্যে।
কাঁকসা থানার ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে ধৃত লরি চালক আজ ভোর রাত্রে একটি লরির চেচিস নিয়ে আসানসোল থেকে কোলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা পার করার সময় ট্রাফিক পুলিশ কর্মীদের সন্দেহ হলে তাকে দাঁড় করিয়ে মেশিনের দ্বারা পরীক্ষা করতেই তাকে অতিরিক্ত মাত্রায় মদ্যপ অবস্থায় পেয়ে গ্রেপ্তার করে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।
আটক করা হয় লরির চেচিস টিকেও।জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হয়।মদ্যপ অবস্থায় চালকদের গ্রেপ্তারের ফলে সড়ক দুর্ঘটনা অনেকটাই রোখা সম্ভব হয় বলে দাবি পুলিশের। আগামী দিনেও তাদের লাগাতার অভিযান চলবে বলে জানা গেছে।