তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বৃন্দাবনপুরে ধান কিনতে এসে ধানের ওজন করার মেশিনে রিমোটের দ্বারা কারচুপি করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চারজনের নাম শেখ ইকবাল হক, বাসুদেব বাগদি, বাবু বাগদি, এবং সন্ন্যাসী বাগদি।
ধৃত চার জনকে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ।আটক করা হয়েছে একটি ছোট লরি, এবং ধানের ওজন করার মেশিন।কাঁকসা থানার অন্তর্গত বৃন্দাবনপুরেই এই রয়েছে কাঁকসা ব্লকের কৃষক বাজার। যেখানে কৃষকেরা ধান বিক্রি করেন। কৃষক বাজারের পাশেই কিভাবে ফোরেরা কৃষকদের কাছে ধান কিনতে আসে।
সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা।মঙ্গলবার সকালে পানাগড় থেকে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।তার অভিযোগ কৃষকরা সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছে না। যার কারণেই এলাকায় ফোরে দের দৌরাত্ব বাড়ছে।