সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বাড়িতে থাকা বিস্ফারক ফেটে বিস্ফোরণে গুরুতর জখম হল দুই বালক। আহত দুই বালককে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
আহতদের নাম রোহন সেখ ও সোহন সেখ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বীরভূমের মাড়গ্রাম থানার একডালা গ্রামে।
জখম সোহন সেখের মা জামিনা খাতুন দাবী করেন বিয়েতে ফাটানোর জন্য বাজি বোম আনা হয়েছিলো এক প্যাকেট বাজি রাখা ছিল সেই বাজি ফাটাতে গিয়ে জখম হয়েছে তারা।