শুভময় পাত্র, বীরভূম:- নতুন বছরের আগে থেকেই শুভেচ্ছা দুবরাজপুর থানা থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের। আগের থেকে এখন শরীর ভালো আছে। নতুন বছর আসছে সবাই কে ভালো থাকার বার্তা দিলেন পুলিশি হেফাজতে থাকা বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
বীরভূমের দুবরাজপুরে পুরনো একটি মামলায় অনুব্রত সাত দিনের জন্য পুলিশি হেফাজতে রয়েছে। আপাতত এক সপ্তাহের জন্য অনুব্রত মন্ডল এর অস্থায়ী ঠিকানা বীরভূমের দুবরাজপুর থানা। নিয়ম অনুযায়ী পুলিশ ২৪ ঘন্টা অন্তর অপরাধীদের স্বাস্থ্য পরীক্ষা করে। রুটিন অনুযায়ী এদিনও দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষার জন্য যাতে কোন অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয়। তাই জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছিল।
স্বাস্থ্য পরীক্ষা হয়ে যাওয়ার পর অনুব্রত হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠার সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, 'আমি আগের থেকে ভালো আছি। ইংরেজি নতুন বছর আসছে। সকলকে ভাল থাকার কামনা করি।'