সংবাদদাতা, জামুরিয়া :- বুধবার দুপুর ১টা নাগাদ জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ি এলাকার রাধা নগর কলোনীর কাছে রাস্তার উপর একটি ট্রেলার সম্পূর্ণ উল্টে যায়। সৌভাগ্য বসত কোনো প্রাণ হানি হয়নি । দুর্ঘটনায় আহত ট্রেলারের চালক মনোজ কুমার যাদব জানান, রাস্তায় বড় গর্তের কারণে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
তিনি জানান, তার হাতে সামান্য আঘাত লেগেছে। চালক বলেন, চকদোলা মোড় থেকে আসার পথে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার কারণে চালকদের গাড়ি চালাতে অনেক সমস্যা হচ্ছে, যার ফলশ্রুতিতে আজ এত বড় দুর্ঘটনা ঘটেছে।