সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-আবাস যোজনা তালিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে পূর্ব বর্ধমানের মেমারি ব্লকের বাসিন্দারা। বৃহস্পতিবার মেমারি ১ নম্বর ব্লকের বিডিও অফিসে জমায়েত হয় এলাকার বাসিন্দারা।
তাদের অভিযোগ সার্ভে করার পরও তালিকায় অনেক গড়মিল আছে।পাকা বাড়ি থাকা স্বত্বেও চূড়ান্ত তালিকায় অনেক ব্যক্তির নাম আছে।ঠিক উল্টো হয়েছে, কাঁচা বাড়ি অথচ আবাস যোজনার তালিকায় তাদের নাম নেই। এই বিষয়ে এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির অফিসে ডেপুটেশন জমা দেয়।
মেমারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস বলেন,সার্ভের কাজে জনপ্রতিনিধিরা কোন ভাবেই অংশ নেয় নি।সার্ভের কাজে ব্লক প্রশাসন থেকে তালিকার তদন্ত করা হয়েছে। সুতরাং এই নিয়ে আমাদের কোন হাত নেই।
এলাকার বাসিন্দা আকবর সেখ বলেন, বিডিও অফিসে যে অভিযোগের জন্য বাক্স রাখা হয়েছে। তাতে কোন কাজ হবে না।তাই বিডিওকে জানানো প্রয়োজন।