Type Here to Get Search Results !

বর্ধমানে দাঁড়াবে নিউ জলপাইগুড়ি- হাওড়া শতাব্দী এক্সপ্রেস, জানলেন বর্ধমান জংশনের স্টেশন ম্যানেজার



সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বন্দেভারত এক্সপ্রেস উদ্বোধনের দিনেই সুখবর।  আগামীকাল থেকেই অর্থাৎ ৩০ ডিসেম্বর থেকে বর্ধমানে দাঁড়াবে নিউ জলপাইগুড়ি- হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এর ফলে যাত্রীদের দীর্ঘদিনের দাবি মিটলো। খুশি যাত্রীরাও৷ 










বর্ধমান জংশনের স্টেশন ম্যানেজার স্বপন ভট্টাচার্য জানান; আগামীকাল থেকেই আপ  এবং ডাউন দুটি শতাব্দী এক্সপ্রেস বর্ধমানে দাঁড়াবে।










 ১২০৪১  এবং ১২০৪২ নম্বরের এই আপ- ডাউন শতাব্দী বর্ধমানে স্টপেজ দেওয়ায় এসি ট্রেনে দ্রুত এন. জেপি ও হাওড়া যেতে পারবেন যাত্রীরা। 









স্টেশন ম্যানেজার জানান; আপ ট্রেনটি হাওড়া থেকে এখানে দুপুর  ৩.২৭ মিনিটে আসবে।ছাড়বে ৩.২৯ মিনিটে । অন্যদিকে ডাউন ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে এখানে আসবে দুপুর ১২.১৬ মিনিটে আসবে। ছাড়বে ১২.১৮ মিনিটে। সপ্তাহে ৬দিন চলে ট্রেন টি প্রতিদিন ই দাঁড়াবে বর্ধমান স্টেশনে । রবিবার বাদে।









রেলযাত্রীরা জানান; এটা দারুণ খবর। এতে যাতায়াতের অনেক সুবিধা হবে। একটু আরামে দ্রুতগতির ট্রেনে সওয়ার হবেন যাত্রীরা। অন্যদিকে উত্তরবঙ্গের সাথে যোগাযোগ আরো সুগম হবে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad