তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক্টর চালকের, গুরুতর আহত পিকআপ ভ্যানের চালক।প্রথম দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল দশটা নাগাদ পানাগড় সেনা ছাউনির তিন নম্বর গেটের কাছে দু নম্বর জাতীয় সড়কের উপর।স্থানীয় সূত্রে জানা গেছে একটি ধান বোঝাই ট্রাক্টর পানাগড় থেকে গলসি যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। ট্রাক্টরের ইঞ্জিনের তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টরের চালকের।
মৃতের নাম তুফান শেখ ৩০ বছর বয়সি তুফান শেখের বাড়ি গলসি এলাকায়। দুর্ঘটনার জেরে দু'নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং যান চলাচল স্বাভাবিক করে।
অপর দুর্ঘটনাটি ঘটে আজ দুপুর একটা নাগাদ পানাগড় বাইপাসে পাঠানপাড়া সংলগ্ন এলাকায়। জানা গেছে একটি পিকআপ ভ্যান কোলকাতা থেকে রঙের কৌটো বোঝাই করে আসানসোল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর তিন পালটি মেরে উল্টে যায়।পিকআপ ভ্যানে থাকা চালক গুরুতর আহত হয়।
কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।।দুর্ঘটনার জেরে দু'নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাসের আসানসোলগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ দুর্ঘটনা গ্রস্থ পিকআপ ভ্যানটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।