তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রয়াত সাহিত্যিক ভিখারি ঠাকুরের জন্ম জয়ন্তী পালিত হলো পানাগড়ে।রবিবার সকালে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান বিজেপি কর্মী সমর্থকরা ও এলাকার মানুষ।
এদিন অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা,বিজেপি নেতা অভিজিৎ চন্দ্র সহ বিজেপির কাঁকসা ২নম্বর মন্ডলের কর্মী সমর্থকরা।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন ভোজপুরী শেক্সপিয়র যাকে বলা হয় সেই ভিখারি ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করেন তারা। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন যার কারণে তিনি প্রাথমিক শিক্ষা নিতেও পারেন নি। কিন্তু রামায়ণের রাম চরিত গ্রন্থ তার মুখস্থ ছিলো। যার কারণে বিহারের ভোজপুরী শেক্সপিয়র তাকে বলা হয়। তাকে শ্রদ্ধা জানিয়ে তার জন্ম জয়ন্তী আজ পালন করা হয়।