তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা থানা এবং পানাগর বাজারের চন্দ্রকান্ত নিরালা পুস্তকালয়ের উদ্যোগে পানাগর বাজারে এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রবিবার দুপুর বারোটা নাগাদ পানাগর বাজারের লক্ষীনারায়ণ মন্দির প্রাঙ্গণ কাবাডি প্রতিযোগিতার সূচনায় উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ। পানাগড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা এবং বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্যোক্তা কুলদীপ সিং জানিয়েছেন বর্তমানে তরুণ প্রজন্ম মোবাইল এর প্রতি আসক্ত হয়ে উঠেছে। তরুণ প্রজন্মকে মাঠ মুখি করতে কাঁকসা থানার পুলিশের সহযোগিতায় তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দল মিলে মোট আটটি দল অংশগ্রহণ করেছে।