তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছাড়ায় কাঁকসা থানার শিবপুর এলাকায়।রবিবার সকালে ঘরের ভিতর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম নিশিপ্রভাত ঘোষ (৪৩)। তার একটি মুদির দোকান আছে বলে জানা গেছে।
ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিস পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
মৃতের বাবা লক্ষী কান্ত ঘোষের অভিযোগ, পুত্রবধূ কাকলী ঘোষের সাথে তার ছেলের নিত্যদিন পারিবারিক অশান্তি লেগেই থাকতো। পুত্রবধূ তার ছেলে'কে খুন করে ঝুলিয়ে দিয়েছে। তার উপযুক্ত শাস্তির দাবি করে কাঁকসা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
কাঁকসা এসিপি সুমন কুমার জসওয়াল জানিয়েছেন, প্রাথমিক ভাবে অনুমান সাংসারিক অশান্তির কারণে আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।