সংবাদদাতা,বাঁকুড়া:- বাঁকুড়া জেলার অন্তর্গত বানজোড়া ও মালিয়াড়া গ্রামে আদিবাসী বাচ্চাদের নিয়ে 'চলো সবাই আঁকি, স্বপ্নে উড়ুক পাখি' অনুষ্ঠান, অনুষ্ঠানের মাস্টার মশাই ছিলেন সৌমেন্দ্রনাথ মিশ্র ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলকাতা তথা একদা দুর্গাপুরে বড় হয়ে ওঠা ছেলেমেয়েদের একটি গ্রুপ দুরন্ত বিকেল , এই অনুষ্ঠানে বাচ্চাদেরকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এই গ্রুপটিতে ছিলেন সোমনাথ রায়, দেবাশীষ ভট্টাচার্য, সমিরন রায়, রাজশ্রী রায়, অয়ন দাস, সৌমিত্র পাঠক , সমিত পাল, অগ্নিভ রায় ও অন্যতম সদস্যা দুরন্ত বিকেলের দেবযানী ঘোষ, অনুষ্ঠানে ধামসা মাদলের তালে তালে আদিবাসী নৃত্যে হয়, নিত্যতে পা মেলায় দুরন্ত বিকেল গ্রুপ, সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন সৌমেন্দ্রনাথ মিশ্র ও সঞ্চালনায় ছিলেন রাজেশ কর্মকার , বানজোড়া ও মালিয়াড়া গ্রামে গিয়ে আদিবাসীদের অভাব ও সমস্যার কথা শুনলেন দুরন্ত বিকেল গ্রুপ
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়া থানার আধিকারিক অর্ণব গুহ, মালিয়াড়া ফাঁড়ির আধিকারিক শিব শংকর চ্যাটার্জি, মালিয়াড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সোমা মুখার্জী ও জেলা পরিষদের সদস্যা টিংকু মন্ডল,ও অঙ্গনওয়াড়িতে কর্মরত চায়না তেওয়ারি।