সংবাদাতা,পূর্ব বর্ধমান:- থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক শিবির অনুষ্ঠিত হলো পনাগড়ে।সোমবার দুপুরে পানাগড় বাজারের প্রয়াগপুর সংলগ্ন এলাকায় একটি বেসরকারি নার্সিং কলেজে এলাকার বেশ কয়েকটি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএম ও এইচ ডক্টর বিপ্লব মন্ডল,ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ,দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটির যুগ্ম সভাপতি গোপি বসু,কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল, পানাগড় ভলান্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সেক্রেটারি প্রণব শেঠ সহ বিশিষ্ট জনেরা।
প্রণব শেঠ জানিয়েছেন থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে অনেকেই এখনো জানেন না। কি ভাবে এই রোগ চড়ায়। বা রোগ হলে কি কি করণীয় সেই বিষয় নিয়ে মানুষকে সচেতন করতেই তারা সচেতনতার শিবির করেন। সকলের ধারণা এর ফলে থ্যালাসেমিয়া রুগীদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে অনেকটাই সাফল্য মিলবে।