তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা রঘুনাথপুরের বাসিন্দা কাজল মিত্রর স্ত্রীর প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকায়।প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার দুপুরে কাঁকসার বিডিওর কাছে ডেপুটেশন দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মার অভিযোগ পঞ্চায়েত সদস্য তপশিলি জাতি না হওয়ার পরেও তার তপশিলি জাতি ক্যাটাগরিতে তার স্ত্রীর প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে।যদিও তাদের বর্তমানে পাকা বাড়ি রয়েছে। তারপরেও তালিকায় কিভাবে পঞ্চায়েত সদস্যের স্ত্রীর নাম আসে। সেই প্রশ্ন তুলেছেন তিনি।এই বিষয়ে কাঁকসার বিডিওর দারস্ত হয়েছেন তারা।কাকসার বিডিও তাদের যথাযথ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।