Type Here to Get Search Results !

শ্রীনিকেতন ব্লক কৃষি দপ্তর ও এক বেসরকারি সার কোম্পানির যৌথ উদ্যোগে প্রায় পঞ্চাশ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় নানান ধরনের ফল ও শুকনো মসলার গাছের চারা



শুভময় পাত্র , বীরভূম:- রাজ্য সরকারের ' মাটির সৃষ্টি ' প্রকল্প কর্মসূচি রুপায়নে এদিন এক অগ্রণী ভূমিকা লক্ষ্য করা গেল বোলপুর শ্রীনিকেতন ব্লক কৃষি দপ্তর ও এক বেসরকারি সার কোম্পানির যৌথ উদ্যোগে। 









বীরভূমের বোলপুর থানার অন্তর্গত বোলপুর শ্রীকেতন ব্লকের কাকুটিয়া গ্রামে এদিন প্রায় পঞ্চাশ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় নানান ধরনের ফল ও শুকনো মসলার গাছের চারা। 










যার মধ্যে আম, সফেদা ,জামরুল ,দারচিনি ,এলাচ প্রভৃতি উল্লেখযোগ্য। সরকারি ও বেসরকারি কোম্পানির যৌথ উদ্যোগে এই ধরনের কর্মসূচিতে বিনামূল্যে নানান ধরনের গাছের চারা পাওয়ায় উপকৃত গ্রামবাসীরা। 










এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর শ্রীনিকেতন ব্লকে সহ কৃষি অধিকর্তা ও বেসরকারি সার কোম্পানির সহ-অধিকর্তা সহ বিশিষ্টজনেরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad