সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- অবৈধ গরু পাচার রুখলো বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। মঙ্গলবার আসানসোল থেকে কলকাতা যাবার পথে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের উপর বেচারহাট এলাকায় গরুবোঝাই একটি ম্যাটাডোর আটকান তিনি। ম্যাটাডোতে ৯ টি গরু ছিল। পরে পুলিশ এসে ম্যাটাডো সহ তিন ব্যক্তিকে আটক করে।
অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, গরু গুলিকে অবৈধভাবে পাচার করা হচ্ছিল। পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানের কুসুমগ্রামে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গেছে। পুলিশের বিরুদ্ধে টাকা নিয়ে গরু পাচারের অভিযোগ তোলেন বিজেপি নেত্রী।
এদিন অগ্নিমিত্রা পল বলেন;" আমি যাবার রাস্তায় ওই গাড়িটিকে দেখি।পা মুড়ে ; হাটু ভেঙে প্রাণীগুলিকে নিয়ে আসা হচ্ছে। তাদের গা দিয়ে রক্ত পড়ছে। আমি বর্ধমান থানায় ফোন করি। আই সি ফোন ধরেন নি।এতক্ষণে পুলিশ এসেছে।
আমি তখন এদের আটকাই। এদের কোনো পারমিট নেই। গরু নিয়ে যাবার কোনো লাইসেন্স নেই।এরা পুরুলিয়া আর বাঁকুড়ায় পুলিশকে টাকা দিয়েছে। এভাবেই কুসুমগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে।।" বলে অভিযোগ করেন তিনি।