সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- আবাস যোজনা প্রকল্প থেকে উপভোক্তাদের নাম বাদ যেতেই সার্ভে কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখানো হল পূর্ব বর্ধমাের ভাতারে। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় ভাতারের শেরুয়া গ্রামে।
আবাস যোজনা প্রকল্পের উপভোক্তদের তথ্য যাচাইয়ের দায়িত্ব পেয়েছিলেন আশা ও অঙ্গনওয়াড়িকর্মীরা। প্রথম পর্যায়ের সার্ভের প্রক্রিয়ার সম্পন্ন হতেই প্রতিটি বুথে বেশ কিছু উপভোক্তাদের নাম বাদ যায়। তালিকায় উপভোক্তাদের নাম বাদ যেতেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন দুই আশা ও অঙ্গনওয়ারি কর্মী।
ভাতারের শেড়ুয়া গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী মাধবী গড়াই ও আশাকর্মী অর্চনা মালিককে আটকে রাখা হয়।
গ্রামবাসীদের অভিযোগ, টাকার বিনিময়ে তারা সার্ভে করছেন। যদিও অভিযোগ অস্বীকার করেন সার্ভে কাজে দায়িত্বে থাকা কর্মীরা। আটকে থাকা কর্মীদের অভিযোগ নির্দেশ অনুযায়ী সার্ভের পর উপভোক্তাদের নাম বাদ যেতেই বাড়ি থেকে ডেকে এনে তাদেরকে আটকে রাখা হয়। অকথ্য ভাষায় গালিগালাজ থেকে চরম হেনস্থার শিকার হতে হয় তাদের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করে আটকে থাকা সার্ভে কর্মীদের উদ্ধার করে।
এই বিষয়ে জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু বলেন, প্রশাসনকে পরিস্কার নির্দেশ দেওয়া আছে,কেউ যদি সার্ভের কাজে বাধা সৃষ্টি করে তাহলে প্রশাসন আইন অনুযায়ী তার ব্যবস্থা নেবে।