তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক লরি চালককে গ্রেপ্তার করল কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত লরি চালকের নাম জব্বর আনসারী।
ধৃত লরি চালক মধ্যপ্রদেশের বাসিন্দা। ধৃত লরি চালকে মঙ্গলবার ভোর রাত্রে পানাগড় বাইপাস সংলগ্ন এলাকার ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাছে ট্রাফিক গার্ডের পুলিশের সন্দেহ হলে মেশিনের দ্বারা পরীক্ষা করা হলে চালককে মদ্যপ অবস্থায় পায় পুলিশ।
লরির চালককে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।মঙ্গলবার দুপুরে ধৃত লরি চালককে মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ।