তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- মঙ্গলবার দুপুর নাগাদ হঠাৎ মাটির নিচ দিয়ে যাওয়া তেলের পাইপ লিক করে গোটা এলাকা জুড়ে ডিজেল ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার দুপুর একটা নাগাদ পানাগর বাইপাস সংলগ্ন পাঠান পাড়ার কবরস্থানের কাছে তেল লিক করার ঘটনা জানতে পারেন এলাকার বাসিন্দারা।
ঘটনার কথা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে তেল লুট করতে বালতি ও জারিকেন হাতে নিয়ে ছুটে আসে কয়েকশ এলাকার মানুষ।
কি কারনে তেলের পাইপ লিক করেছে তা জানা যায়নি।তবে ঘটনাস্থলের পাশেই রয়েছে পানাগর বায়ু সেনা ছাউনির সীমানা যে কোন মুহূর্তে সরো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়।