তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে পানাগড় বাজারের রেলপারের ছোট ক্যানেলপাড় এলাকায়।মৃতের নাম কিশোর গুপ্তা।বয়স ৩০ বছর।
পরিবার সূত্রে জানা গেছে বুধবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে।কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায়।
কি কারণে মৃত্যু তার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় কাঁকসা থানার পুলিশ।