সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের গলসিতে ভোরবেলায় কয়লা বোঝায় ও ধান বোঝায় দু'টি লরির সংঘর্ষে আগুন লাগে কয়লার গাড়ির খালাসি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ি দুটি দুর্গাপুর দিকে যাচ্ছিল। কয়লা বোঝাই লরিটি হলদিয়া ডক থেকে কাঁকসা যাচ্ছিল বলে জানা গেছে।