সংবাদদাতা, দুর্গাপুর:- কোভিড মোকাবিলায় কতটা প্রস্তুত দুর্গাপুর মহকুমা সরকারী হাসপাতাল,তারই সরেজমিনে পর্যবেক্ষণ করলেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। বুধবার সকালে হাসপাতালের সুপার ডঃ ধিমান মন্ডলের সাথে সারা হাসপাতাল পরিদর্শন করেন ডেপুটি সি এম ই ও এইচ (১) ডঃ সৈকত প্রধান। সঙ্গে ছিলেন হাসপাতালের অন্যান্য আধিকারিকেরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান তারা সার্বিক ভাবে প্রস্তুত কোভিড মোকাবেলায়।