Type Here to Get Search Results !

সারা ভারত খেতমজুর ইউনিয়ন-এর দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমানের ভাতারে



সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- সোমবার পূর্ব বর্ধমানের ভাতারে এক জনসভায় এসে সি পি এম নেতা সুজন চক্রবর্তী  বলেন 'অনুব্রত মণ্ডলের মত অসভ্য দুস্কৃতীরা সভ্য সমাজে থাকার উপযুক্ত নয়। তাকে দিল্লি নিয়ে যাবার অনুমতি দিয়ে আদালত ঠিক কাজই করেছে।' এদিন সারা ভারত খেতমজুর সভার দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।এদিন আরো বলেন এবারে খুঁজে বার করা হোক এত ফ্ল্যাট; এত সম্পত্তি কোথা থেকে এলো। তারপর শাস্তি হোক।








এদিন তিনি আরো বলেন ; 'মুখ্যমন্ত্রী আগে বলতেন মোদী ভাল ; অমিত শাহ খারাপ।এখন কী বলবেন? পরশু অনেকক্ষণ তার আর অমিত শাহের মধ্যে কথা হয়েছে। আদর আপ্যায়ন হয়েছে। আসলে তৃণমূল আর বিজেপি একই বাড়ি ; শুধু ঘর আলাদা।'









এদিন তিনি আরো বলেন ; 'অভিষেকের যাকে যাকে অপছন্দ তাকে পদত্যাগ করতে বলছেন।তারাও পদত্যাগ করছেন। কারণ তারা জানেন নইলে তাদের বিরুদ্ধে গাঁজা কেস দেওয়া হবে। অভিষেকের ক্ষমতা থাকলে যাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও লিস্টে নাম এসেছে সেই নেতাদের পদত্যাগ করতে বলুন।'







এদিন তিনি আরো বলেন;'এস এস সি কর্তা সহ যাদের মারফৎ পার্থ চ্যাটার্জিরা চাকরি বিক্রি করেছেন তাদের সবাইকে জেলে যেতে হবে। সে তিনি যত বড় নেতা বা মাষ্টার পন্ডিত হোন না কেন।'

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad