সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্ৰ করে দুই দলের সমর্থক মধ্যে দ্বন্দ্ব।দু'পক্ষের মারধরের ঘটনায় আহত হয় বেশ কয়েকজন।রবিবার রাতে বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের হারাধনপল্লীর ঘটনা।
রবিবার রাতে হারাধনপল্লী এলাকায় খেলার মাঠে জায়ান্ট স্ক্রীনে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার আয়োজন করে এলাকার সবুর আলি ওরফে কালুয়া।পাল্টা পিকু রায় ও দিপু রায়ের গোষ্ঠী স্থানীয় ক্লাবে খেলা দেখার আয়োজন করে। যেহেতু কালুয়া গোষ্ঠীতে আর্জেন্টিনার সমর্থক বেশী ছিলো তাই পিকু ও দিপুর সমর্থকরা ফ্রান্সকে সাপোর্ট করে বলে কালুয়া গোষ্ঠীর অভিযোগ।
যদিও দিপু ও পিকু গোষ্ঠীরও পাল্টা একই অভিযোগ।খেলায় আর্জেন্টিনার জয় লাভ করলে একে অপরের বিরুদ্ধে কুমন্তব্যের বহর বাড়তে থাকে। তা ক্রমশ হাতাহাতিতে পৌঁছায়।এমনকি ইট, পাথর ও লাঠি দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দুই দলের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে ।ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।