নীলেশ দাস, আসানসোল:- চিকিৎসার গাফিলতির কারনে রুগীর মৃতু ঘিরে উত্তেজনা ছড়ায় আসানসোল উত্তর থানার এক বেসরকারি হাসপাতালে। রুগীর আত্মীয় সুজয় মুখার্জি জানান, তার আত্মীয়া মীনা মন্ডল গত ১৪ তারিখ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তার পেটে একটা টিউমার হয়েছিল। সবরকম পরীক্ষা করার পর তার অপারেশন করা হয়, অপারেশন করার পর দিন তাদের জানানো হয় রুগীর অবস্থা খারাপ তাকে বাঁকুড়া বা বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যেতে, সেখানে পরীক্ষা করে চিকিৎসক জানান অপারেশন করার সময় তার মূত্রনালী বন্ধ করে দেওয়া হয়েছে বলে তার শারীরিক অসুবিধা হচ্ছে এবং অবস্থা আশংকাজনক হয়ে গেছে।
তারা পুনরায় আসানসোল বেসরকারি হাসপাতালে আসলে জানানো হয় তারা কলকাতার মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বলেছিলেন অথচ তারা এই ব্যাপারে কোন কথা বলেন নি। তিন দিন পর রুগী মারা গেছে শুধু চিকিৎসার গাফিলতির কারনে। ঝাড়খণ্ডের জামতারা জেলার গোরই নালার বাসিন্দা মৃতা।