সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- শাসকদলের গোষ্ঠী কোন্দল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে।সোমবার খণ্ডঘোষের কেশবপুর পশ্চিম পাড়ায় খামারে ধান তোলা দেখতে গিয়ে আক্রমণের মুখে পড়েন খণ্ডঘোষের শাঁখারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা মেহেরুন্নেসা খাতুন। আক্রান্ত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়ত সদস্যা মেহেরুন্নেসা খাতুন
বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। মেহেরুন্নেসা খাতুনের অভিযোগ নিজেদের খামারে গিয়েছিলেন। সেই সময় এলাকারই তিন বিজেপি কর্মী ওখানে বসে তৃণমূলের নামে যা নয় তাই বলে তাকে উত্যক্ত করার চেষ্টা করেন। যদিও তাদের কথায় কোন সারা শব্দ দেন নি তিনি। এরপর তাদেরই মধ্যে বিদ্যুৎ নামে জনৈক্য ব্যক্তি হুকিং করে ধান ঝাড় ছিলেন। বিষয়টি চোখে পড়তেই মোবাইলে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন মেহেরুন্নেসা।
সেই সময় বিদ্যুৎ নামক ওই ব্যক্তি ধাক্কা মেরে তাকে ফেলে দেন বলে অভিযোগ। মোবাইল কেরে নেওয়ার পাশাপাশি এমনকি তার আঙ্গুলও ভেঙে দেয়। এরপর পরিবারের সদস্যদের একত্রিত করে তার বাড়িতে চড়াও হয়। জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মির কালো। তিনি জানান এখানে কেউ বিজেপি করে না। আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি। উনি মিথ্যা অভিযোগ করছেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খণ্ডঘোষ থানার পুলিশ।
এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, আক্রান্ত হয়েছেন একজন জনপ্রতিনিধি।কে আক্রমণ করেছে সেটা এখানে বড় বিষয় নয়। সুতরাং প্রশাসনকে বলবো অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।