সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। মৃতার নাম ছবি খাতুন (৩২)।বাড়ি পূর্ব বর্ধমানের গলসির জাগুলি পাড়া এলাকায়।
সোমবার রাতে ২ নম্বর জাতীয় সড়কের গলসির পুরষা মাঝের পুল এলাকার দুর্ঘটনা ঘটে ।স্বামী কওসর সেখের সঙ্গে মোটর বাইকে করে গলসির পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২ বছরের ছেলেকে ডাক্তার দেখাতে যান ছবি খাতুন।
ডাক্তার দেখিয়ে বর্ধমান দুর্গাপুর অভিমুখে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক।দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হন ছবি খাতুন।তাকে উদ্ধার করে পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা। দুর্ঘটনায় তার স্বামী কওসর সেখ ও দু'বছরের ছেলে জখম হয়।
দুর্ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে ২ নম্বর জাতীয় সড়কের বর্ধমান দুর্গাপুর অভিমুখী লেন।পরে গলসী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।