সোমনাথ মুখার্জী পাণ্ডবেশ্বর :- সমগ্র ইসিএল জুড়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের প্রায় হাজারো কর্মী । কিন্তু হঠাৎ করেই এই বেসরকারি নিরাপত্তা রক্ষীদের প্রত্যাহার করতে চলেছে রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থা ই সি এল। এখনই অঞ্চল পাণ্ডবেশ্বর অন্ডাল এলাকায় বিভিন্ন কোলিয়ারির পরিবহন ও উৎপাদন বন্ধ করে বিক্ষোভে সামিল হয় বেসরকারি নিরাপত্তা রক্ষীরা । এর মধ্যে কোথাও কোথাও ধরনা বিক্ষোভ কর্মসূচি ও করেন ।
বিক্ষোভ রত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা বলেন হঠাৎ করেই ইসিএল কর্তৃপক্ষ তাদের নোটিশ ধরিয়েছেন তাদের কাজ থেকে বরখাস্ত করা হলো । ঘটনায় খনি অঞ্চলের বিভিন্ন কোলিয়ারিতে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা কাজ ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হন ।
বেসরকারি নিরাপত্তা রক্ষিদের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। এদিন এই বর্ণ নিরাপত্ত রক্ষীদের হয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার মাধাইপুর কোলিয়ারির সামনে বিক্ষোভ দেখালো গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা । এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে বগুলা অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, বেসরকারি নিরাপত্তা রক্ষীদের অক্লান্ত পরিশ্রম করিয়ে সঠিক পারিশ্রমিক ডাইনি ইসিএল তার ওপর হঠাৎ করে তাদের কাজ থেকে বরখাস্ত করা মোটেও মেনে নেওয়া যায় না । এভাবে কাজ হারালে বহু মানুষ সমস্যায় পড়বেন ।
সংশ্লিষ্ট কোলিয়ারির ম্যানেজার বলেন, মাধাইপুর পোলিও দিতে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই বেসরকারি নিরাপত্তা রক্ষী দিয়েই বহু কাজ করাতে হয়, তিনি বলেন হঠাৎ করে তাদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় কোলিয়ারি ও সমস্যা হবে। তবে তিনি এও জানান এই বিষয়ে তার কোন হাত নেই সমস্ত বিষয়ই ইসিয়েলের উচ্চতর আধিকারিকদের বিচার্য বিষয়। অন্যদিকে অঞ্চল সভাপতি প্রথম ঘোষ বলেন, তৃণমূল বেসরকারি নিরাপত্তা রক্ষিদের আন্দোলনের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে।