সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- ছ'টি পা বিশিষ্ট এক বাছুরের জন্ম দিল এক গাভী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার শেরপুর গ্রামে।
ওই গ্রামের বাসিন্দা মনোজ সিংয়ের বাড়ির এক গাভীর বাচ্চা হয় দু'দিন আগে। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় বাছুরটির ছ'টি পা রয়েছে। কিভাবে জিন গত পরিবর্তন হয়ে এমন একটি বাছুরের জন্ম হল তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না পরিবারের লোকজন। যদিও জন্মের পর থেকেই একেবারে অন্যান্য সদ্যোজাত বাছুরদের মতই চনমনে রয়েছে ছটি পা বিশিষ্ট বাছুরটি।
এমন ৬টি পা বিশিষ্ট বাছুরের জন্য অবশ্য চিন্তায় পড়ে যাননি পরিবারের সদস্যরা। বরং তারা মনে করছেন ভগবানের আশীর্বাদ এই এমন বাছুরের জন্ম হয়েছে। তাই কেউ যদি চায় কোন অর্থের বিনিময়ে এই বাছুর কিনে নেবেন তা তিনি কোনভাবেই হতে দেবেন না। বরং নিজের বাড়িতে রেখেই লালন পালন করবেন বলে জানালেন তিনি। ইতিমধ্যেই গ্রামের মধ্যে ছ'টি পা বিশিষ্ট এক বাছুরের জন্ম হওয়ার খবর শুনে অনেকেই আসছেন একবার স্বচক্ষে দেখে যাওয়ার জন্য।