সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- গরু পাচারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। মঙ্গলবার দুপুরে ম্যাটাডোর বোঝাই গরু আটক করেন বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।
তিনি দুপুরে আসানসোল থেকে কলকাতা যাবার পথে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের উপর বেচারহাট এলাকায় গরুবোঝাই একটি ম্যাটাডোরকে আটকান । ম্যাটাডোতে ৯ টি গরু ছিল। পরে পুলিশ গিয়ে ম্যাটাডোর সহ তিন ব্যক্তিকে আটক করে।
অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, গরু গুলিকে অবৈধভাবে পাচার করা হচ্ছিল। পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানের কুসুমগ্রামে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল। পুলিশের বিরুদ্ধে টাকা নিয়ে গরু পাচারের অভিযোগ তোলেন বিজেপি নেত্রী।
বুধবার ধৃত জনকে বর্ধমান আদালতে তোলা হয়। বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী জানান, তাদের কাছে গরু নিয়ে যাওয়ার কোন কাগজ ছিল না।তাছাড়া গরুগুলিকে যেভাবে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল তা বেআইনি।
ধৃত তিনজনের নাম আরফর সেখ ওরফে হাবলু ,ফজলি মল্লিক ও ওয়াজাদ মল্লিক ওরফে মধু।এদের তিনজনের বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে।