সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বেপরোয়া যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তার ধারে। দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন যাত্রী জখম হয়।তার মধ্যে ৬ জন যাত্রীর আঘাত গুরুতর। দুর্ঘটনাটি ঘটে বর্ধমান কাটোয়া রোডের ভূমশোর মোড়ের কাছে।
আহতদের ভর্তি করা হয়েছে ভাতার গ্রামীণ হাসপাতালে। স্থানীয় বাসিন্দারা জানান বর্ধমান থেকে কাটোয়াগামী বাসটি লেটে করায়।তাই চালক বাসটিকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছিল ।ভাতারের পাটনা ও ভূমশোর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে বাসটি উল্টে যায়।
খবর পেয়ে ভাতার থানার পুলিশ দুর্ঘটনাস্থলে যায়।তবে দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারের কাজে হাত লাগায়।