তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- পানাগড় বাজারের সমস্ত ব্যবসায়ীদের এক জোট করতে বৃহস্পতিবার দুপুরে পানাগড় বাজারের লক্ষ্মীনারায়ণ মন্দিরে পানাগড় বাজার চেম্বার অফ কমার্সের সভা অনুষ্ঠিত হলো। এদিন সভায় পানাগড় বাজারের সমস্ত ব্যবসায়ীরা তাদের দাবি-দাওয়া পেশ করেন।
পাশাপাশি পানাগড় বাজারের দীর্ঘদিনের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের সমস্ত সুবিধা, অসুবিধার কথা বিস্তারিত আলোচনা করা হয় সভায়।
পানাগড় বাজার চেম্বার অফ কমার্সের সদস্য রতন আগরওয়াল জানিয়েছেন ৩৮ বছরে পদার্পণ করেছে পানাগড় বাজার চেম্বার অফ কমার্সের সংগঠন।
এই সংগঠনের মধ্যে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তাদের ২৫০ জনের মধ্যে ৬০ জনকে আজ সদস্যপদ দেওয়া হয়েছে।
পাশাপাশি ব্যবসায়ীদের ব্যবসা করতে যে সমস্ত সমস্যা এবং সুবিধা, অসুবিধা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজ সভায় বিস্তারিত আলোচনা করা হয়।