তনুশ্রী চৌধুরী, পানাগড়:-ফুটপাতের হকারদের লাইসেন্সের দাবি নিয়ে বৃহস্পতিবার বিকালে পথসভা অনুষ্ঠিত হলো বামেদের।
বৃহস্পতিবার বিকালে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন বাম শ্রমিক সংগঠনের সমর্থিত হকার্স ইউনিয়নের জেলা সম্পাদক দিব্যেন্দু মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বীরেশ্বর মন্ডল, কাঁকসা ব্লকের বাম শ্রমিক সংগঠনের সমর্থিত হকার্স ইউনিয়নের সম্পাদক রঞ্জিত হাজরা,বাম শ্রমিক সংগঠনের কাঁকসা ব্লকের সম্পাদক শেখ শামসুজ্জোহা, বাম নেতা চিন্ময় নন্দী, সুমন্ত ব্যানার্জি সহ অন্যান্যরা।
বাম শ্রমিক সংগঠনের নেতা শেখ শামসুজ্জোহা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী যে সমস্ত হকার পথে বসে হকারি করে কিংবা বাড়ি বাড়ি ঘুরে ফেরি করে বেড়ায় সেই সমস্ত হকারদের দ্রুত লাইসেন্স প্রদান করার দাবি সহ, কোটের নির্দেশ অনুযায়ী হকাররা যাতে দ্রুত ব্যবসা করার জন্য লোন পায়। সেই সমস্ত দাবি নিয়ে হকারদের পাশে দাঁড়াতে আজ বিকালে পানাগর বাজারের চৌমাথা মোড়ে সভা করেন।