তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত যুবকের নাম কাঞ্চন বাউড়ি। ধৃত যুবকের বাড়ি কাঁকসার ত্রিলোকচন্দ্র পুর এলাকায়।
ধৃত যুবককে বৃহস্পতিবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোর রাত্রে কাঁকসার রাজবাঁধ থেকে গোপালপুর যাওয়ার রাস্তায় ধৃত যুবক সন্দেজনকভাবে ঘোরাফেরা করছিলো।
সূত্র মারফত কাঁকসা থানার পুলিশ হানা দিয়ে ওই যুবক কে আটকে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।ধৃতকে আজ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পাশাপাশি কি কারণে ওই যুবক নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলো তার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।