তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- ৩রা ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম দিবস।শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম দিবস পালন করা হলো পানাগর বাজারের প্রয়াগপুরে।
রাষ্ট্রবাদী যুবকদের উদ্যোগে প্রয়োগপুরের বাসিন্দারা শনিবার সন্ধ্যায় কাঁকসার প্রয়াগপুরের ২৪ প্রহর তলায় শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দারা।
উদ্যোক্তারা জানিয়েছেন রাষ্ট্রবাদী দেশপ্রেমী যুবকদের উদ্যোগে ক্ষুদিরাম বসুর জন্ম দিবস পালন করা হয়েছে। ক্ষুদিরাম বসু দেশ স্বাধীন করার জন্য হাসিমুখে নিজের জীবন বলিদান দিয়েছিলেন তাই আজকের দিনে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আজকের দিনে তারা দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দেন সকলকে দেশপ্রেমী এবং রাষ্ট্রবাদী হতে হবে। তবেই ভারত বর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।