সোমনাথ মুখার্জি,জামুরিয়া :- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শ্রীপুর ফাঁড়িতে সোমবার এসিপি সেন্ট্রাল ২ শ্রীমন্ত ব্যানার্জি নেতৃত্বে একটি সাংবাদিক সম্মেলন করা হয় । এই সাংবাদিক সম্মেলনে শ্রীপুর ফাঁড়ির আধিকারিক ও জামুরিয়া থানার ওসি রাহুল দেব মন্ডল উপস্থিত ছিলেন। পুলিশ জানাই গত সপ্তাহে এলাকায় বাইকে করে মোবাইল ছিনতায়ের ঘটনা ঘটেছিলো। এক পালসার বাইক আরোহী হঠাৎ করে পিছন থেকে এসে এক মহিলা থেকে দামি মোবাইল ছিনতাই করে পালায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই দম্পতি। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।
তারপর জামুরিয়া থানা ও শ্রীপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা নানানভাবে ওই অপরাধীদের ধরবার জন্য জাল পাতা শুরু করে । এরপরও গত সপ্তাহে আবার মোবাইল ছিনতাই এর ঘটনা ঘটে। সাংবাদিকদের এসিপি সেন্ট্রাল টু জানান, এলাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ দেখে তিন বাইক সাওয়ারের চিত্র সামনে আসে। পুলিশ জানতে পারে সেই দুষ্কৃতী বাইক সাওয়াররা জে কে নগর লাইন পার এলাকার বাসিন্দা । সূত্র মারফত জানা যায় এই দুষ্কৃতীরা এলাকায় প্রত্যেক শুক্রবার ঠিক দুপুর ২:৩০ এর পর এই ধরনের ঘটনা ঘটাতো।
খবর পেয়ে পুলিশ হানা দেয় জেকে নগর রেলপার এলাকায়। প্রথমেই পুলিশের হাতে ধরা পড়ে মোহাম্মদ তৌসিফ নামের এক দুষ্কৃতী । তাকে জিজ্ঞাসাবাদে ধরা পড়ে রোহিত কোহরা ও শোনু যাদব নামে আরো দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোবাইল ফোনগুলি । এছাড়াও পুলিশ তাদের চুরি করার বাইকটিও আটক করে। পুলিশ ধৃতদের আদালতে তোলে এবং তাদের ছ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত । পুলিশ সূত্রে জানা যায় এদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য মিলতে পারে। ঘটনার তদন্ত চলছে ।