তনুশ্রী চৌধুরী,পানাগড়:-ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে শনিবার বিকালে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন গুরুদুয়ারা সংলগ্ন এলাকা থেকে মিছিল করে এসে চৌমাথা মোড় অবরোধ করে বিজেপি কর্মীরা। বিক্ষোভে সামিল হন বিজেপির কাঁকসা ২ নম্বর মন্ডলের কর্মী সদস্যরা ও বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা।
রমন শর্মার অভিযোগ ডায়মন্ড হারবারে বাসে করে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির সভায় যোগদান করতে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে শনিবার গোটা রাজ্য জুড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি চলে।
পাশাপাশি পানাগড় বাজারেও তারা প্রতিবাদ জানান রাস্তা অবরোধ করে।বিজেপির বিক্ষোভের জেরে পানাগড় বাজারে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের হটিয়ে যান চলাচল স্বাভাবিক করে।