সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- ডায়মণ্ড হারবারে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারির জনসভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে পথে নামলো পূর্ব বর্ধমান জেলা বিজেপি।
শনিবার সন্ধ্যায় বিজেপি কর্মী সমর্থকর বীরহাটার ঘড়ি মোড়ে জমায়েত হয়।তারপর মিছিল করে জিটি রোড হয়ে পার্কাস রোড পর্যন্ত যায়। সেখান থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে কার্জনগেট চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়।
তারা বেশ কিছুক্ষণ অবরোধ করে জিটি রোড। কয়েকজন বিজেপি কর্মী সমর্থক জিটি রোড শুয়ে পড়ে। এদিন বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা।