তনুশ্রী চৌধুরী, কাঁকসা:-এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য চড়ালো কাঁকসার গোপালপুর এলাকায়।বৃহস্পতিবার সকালে কাঁকসার গোপালপুরের পশ্চিম পাড়ার বাসিন্দা বিধান চক্রবর্তীর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।পরিবার সূত্রে জানা গেছে মৃতের নাম বিধান চক্রবর্তী। তার বয়স ৩৬ বছর।
পেশায় অটো চালক বিধান চক্রবর্তী বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই আত্মহত্যা করেছে বলে পুলিশের অনুমান।
কি কারণে তার মৃত্যু তার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।