তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- প্রধানমন্ত্রী আবাস যোজনায় যোগ্য গরিব মানুষের নাম নথিভুক্তকরণ সহ 100 দিনের কাজ চালু করার দাবিতে বুধবার কাঁকসার বিডিওর কাছে ডেপুটেশন জমা দিলেন বাম কর্মী সমর্থকেরা।
এদিন দুপুর তিনটে নাগাদ কাঁকসার ডাকবাংলো মোড় থেকে মিছিল করে এসে কাঁকসার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর কাঁকসার বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন বাম কর্মীরা।
পাশাপাশি এদিন ভিডিও অফিসের সামনে সভা অনুষ্ঠিত হয় বামেদের। এদিন বামেদের ডেপুটেশন ও সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার, বীরেশ্বর মন্ডল, রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ কাঁকসা ব্লক ও জেলা কমিটির বিভিন্ন বাম সংগঠনের কর্মী সমর্থকেরা।