সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- সমাজসেবী সুরজ মন্ডলের উদ্যোগে কম্বল পেলেন ১৫০ জন দুস্থঃ মানুষ। বুধবার বর্ধমানের লক্ষীপুর বড় শিব মন্দির এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সুরজ মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বিবেকানন্দ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ ভূদেব চন্দ্র ঘোষ, ডাঃ মৃন্ময় কোলে, রাজু মিশ্র, সঞ্জীব সাও প্রমুখ।