তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে এক ট্রাক্টরের চালককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ট্রাক্টর চালকের নাম বিকাশ বাউরি। ধৃত চালকের বাড়ি কাঁকসার বাবনাবেড়া এলাকায়।
ধৃত ট্রাক্টরের চালককে রবিবার সকালে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে বেআইনি ভাবে বালি বোঝাই করে ট্রাক্টর টি শনিবার গভীর রাত্রে কাঁকসার মোবারক গঞ্জ এলাকা দিয়ে পারাপারের সময় কাঁকসা থানার পুলিশ ট্রাক্টরটিকে আটকে বৈধ কাগজ দেখাতে চাইলে ট্রাক্টরের চালক বৈধ কাগজ দেখাতে না পারায় ট্রাক্টরের চালককে গ্রেফতার করে পুলিশ।আটক করা হয় ট্রাক্টরটিকে।
পাশাপাশি ভিন্ন একটি ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে আজ একই সাথে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।