সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম দিবস উপলক্ষে পানাগড়ে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে।
বিজেপির কাঁকসা দু'নম্বর মন্ডলের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন দৌড়ের সূচনা করেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা, বিজেপির কাঁকসা ২ নম্বর মন্ডল এর সভাপতি ইন্দ্রজিৎ ঢালী সহ অন্যান্যরা।
কাঁকসা দু'নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী জানিয়েছেন ২৫ শে ডিসেম্বর ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্ম দিবস উপলক্ষে আজ তারা সুশাসন দিবস পালন করেন। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান প্রধান মন্ত্রীর সুশাসনের যে বার্তা গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হোচ্ছে।সেই বার্তা তুলে ধরতে আজ তারা ম্যারাথন দৌড়ের আয়োজন করেন।
সকাল ১১টা নাগাদ শুরু হয় ম্যারাথন দৌড় পানাগড় বাজারের বাস স্ট্যান্ড থেকে।শেষ হয় পানাগড়ের রণডিহা মোড়ে।