তনুশ্রী চৌধুরী, কাঁকসা:-রবিবার সকালে হঠাৎই দেখা মিললো শান্ত ক্লজের।শান্তা ক্লজ কে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন কচি কাচারা।
২৫শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্ম দিবস উপলক্ষ্যে রবিবার সকালে পানাগড় বাজারের ব্যবসায়ী সঞ্জয় ব্যানার্জি শান্তা ক্লজ সেজে পানাগড় বাজারের পথ চলতি মানুষ ও ছোট ছোট শিশুদের মধ্যে চকলেট ও কেক বিতরণ করেন। শান্তার হাত থেকে উপহার পেয়ে খুশি ছোট ছোট শিশুরা।
শিশুদের আনন্দ দিতেই শান্তা ক্লজ সাজা জানালেন ব্যবসায়ী সঞ্জয় ব্যানার্জি।