তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে কাঁকসার বাঁশ কোপা এলাকা থেকে একটি ট্রাক্টর সহ ৫জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত ৫ জনকে শুক্রবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা সকলেই বুদবুদ এলাকার বাদিন্দা।গতকাল রাতে কাঁকসার বাঁশকোপা এলাকার একটি বেসরকারি কারখানা থেকে ট্রাক্টরে করে ছাই চুরি করে পালানোর সময় কাঁকসা থানার পুলিশ ছাই বোঝাই ট্রাক্টর সহ ৫ জনকে গ্রেফতার করে।
কারখানা কর্তৃপক্ষ কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানালে।লিখিত অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।আটক করা হয়েছে ছাই বোঝাই একটি ট্রাক্টর।