সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বন্দেভারতের উদ্বোধন একটা রাস্ট্রীয় পর্ব, সেখানে ভারত মাতা কি জয় জয় কার করা উচিৎ ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে জয়শ্রীরাম স্লোগান সম্পর্কে মন্তব্য করলেন বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রের সাংসদ সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া।
বন্দেভারত এক্সপ্রেস থেকে শক্তিগড় স্টেশনে নেমে মন্তব্য করেন সাংসদ। এদিন প্রধানমন্ত্রীর ভুয়সী প্রসংশা করেন অহলুওয়ালি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগের পরেও তিনি কোন অনুষ্ঠান বাতিল করেন নি। পশ্চিমবাংলায় প্রথম আমরা বন্দেভারত ট্রেন পেলাম এটা আমাদের কাছে গৌরব বলে মন্তব্য করেন সাংসদ।