তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুটি আরোহীর।ঘটনাটি ঘটেছে কাঁকসার খাট পুকুর এলাকায় দু নম্বর জাতীয় সড়কের উপর বৃহস্পতিবার গভীর রাত্রে।
পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম লক্ষণ মন্ডল।মৃতের বাড়ি দুর্গাপুরের বি জোন এলাকায়।দুর্গাপুর থেকে পানাগড়ের দিকে দু নম্বর জাতীয় সড়ক ধরে ওই স্কুটি আরোহী পিক আপ ভ্যান টিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়।পিছনে থাকা পিক আপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন স্কুটি আরোহী।
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত স্কুটি আরোহীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে ভোর রাত্রে মৃত্যু হয় স্কুটি আরোহীর।
দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ পিক আপ ভ্যানটিকে ও স্কুটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।পিক আপ ভ্যানের চালক ও খালাসি পলাতক।