তনুশ্রী চৌধুরী কাঁকসা:- জোর কদমে চলছে ২০ সজ্জা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের নির্মাণ কাজ।দ্রুত ওই আইসলেশন নির্মাণ সম্পন্ন হলেই উদ্বোধন করা হবে সেটি।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কাঁকসা ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিপ্লব মন্ডল।
তিনি জানিয়েছেন পানাগড় ব্লক প্রাথমিক সেন্টারে ২০ সজ্জা বিশিষ্ট আইসলেশন সেন্টার নির্মাণ হোচ্ছে। দ্রুত কাজ সম্পন্ন হবে।
যদিও এখনো কাঁকসা ব্লকে করোনার তেমন প্রকোপ নেই।তবে সব দিক থেকে কাঁকসা ব্লক স্বাস্থ্য দফতর ও স্বাস্থ্য কর্মীরা প্রস্তুত রয়েছে।
অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে সমস্ত রকম জরুরি জিনিস পর্যাপ্ত পরিমাণে মজুত করা রয়েছে।করোনা মোকাবিলায় কাঁকসা ব্লক স্বাস্থ্য দফতর পুরোপুরি প্রস্তুত বলে তিনি দাবি করেছেন।